মালদা

পুরাতন মালদা বিজেপির পক্ষ থেকে মালদা থানা ঘেরাও

শুক্রবার ভারতীয় জনতা পার্টির পুরাতন মালদা গ্রাম ও নগর মন্ডল কমিটির যৌথ উদ্যোগে মালদা থানা ঘেরাও কর্মসূচী পালিত হল শুক্রবার। এদিন তারা মঙ্গলবাড়ি ধানহাটি থেকে মিছিল করে এসে থানায় জমায়েত হয়ে থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শ্লোগান দিতে থাকে বিজেপি কর্মী-সমর্থকরা। অবশেষে আট দফা দাবীর ভিত্তিতে মালদা থানার আই.সি মানবেন্দ্র সাহাকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই থানা ঘেরাও কর্মসূচীতে নেতৃত্ব দেয় পুরাতন মালদা গ্রাম মন্ডলের সভাপতি তাপস কুমার গুপ্ত এবং নগর মন্ডলের সভাপতি চন্দন দে। এছাড়াও উপস্থিত ছিল পুরাতন মালদা বিজেপি ব্লক নেতা গোপাল সাহা সহ হাজার খানেক বিজেপি সমর্থক। 

এবিষয়ে পুরাতন মালদা গ্রাম মন্ডলের সভাপতি তাপস গুপ জানান, পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের দুষ্কৃতিরা যে ভাবে সন্ত্রাস ও ছাপ্পা ভোট দিয়েছে, তাতে ভোট প্রক্রিয়া নষ্ট করেছে প্রশাসন। আবার ভোট গণনার দিনও ছাপ্পা হয়েছে প্রশাসনের সামনে। তাদের দাবী পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসন নেই। ভোটে জয়ী হওয়া বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা রুজু করছে শাসক দল। এই কারণে বিজেপি রাজ্য কমিটির নির্দেশে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাছেন তারা।